logo

ডি-নথি ও নিরীক্ষা কার্যক্রম সম্পর্কিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী

নিরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নিরীক্ষা পরিকল্পনা, মডেল প্যারা লিখন (মডিউল-১ ও ২), রিপোর্টিং ফরমেট, ডি-নথি, AMMS 2.0, iBAS++ হতে Data Extraction ও Data Analysis, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সম্পর্কে সম্যক ধারণা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পরিচালিত সিভিল ওয়ার্কস কার্যক্রম ও তাদের আওতাধীন PEDP-4 এর সমস্ত কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা অর্জনের লক্ষ্যে সভাকক্ষ 'প্রত্যয়'-এ কর্মকর্তা/কর্মচারীবৃন্দের জন্য ৫ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। অদ্য ০৯/০৭/২০২৩ খ্রি. তারিখে অত্র কার্যালয়ের সম্মানিত মহাপরিচালক জনাব শেখ মোহাম্মদ ওমর ফারুক মহোদয়ের সভাপতিত্বে সকাল ৯টা ১৫ মিনিট থেকে প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়ে বেলা ১:৩০ ঘটিকায় শেষ হয়। দুইজন বিশিষ্ট প্রশিক্ষক দুই ভাগে প্রশিক্ষণ সেশন সম্পন্ন করেন। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীতে নিরীক্ষা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও অনলাইনে নথি ব্যবস্থাপনা, নিরীক্ষা পরিকল্পনা ও নিরীক্ষা কার্যক্রম সম্পর্কে কর্মকর্তা/কর্মচারীবৃন্দ-কে অবহিত করা হবে। উল্লেখ্য, ১ম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হবার পর ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচী আগামী ১৬/০৭/২০২৩ খ্রি. তারিখ হতে শুরু হয়ে ২০/০৭/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।

Top